বিচারহীন ১ বছর... গত ৮ ই আগষ্ট তিলোত্তমার নৃশংস হত্যার একবছর অতিক্রান্ত ন্যায় বিচারের লড়াইতে উত্তর ২৪পরগনা জেলার SFI-DYFI-AIDWA পানিহাটিতে মশাল মিছিল
ও অবস্থান বিক্ষোভে সামিল হয়। সোদপুর ট্রাফিক মোড়ে গণ আন্দোলনের জেলা সম্পাদক কমরেড পলাশ দাসের বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর সোদপুর ট্রাফিক মোড় থেকে ছাত্র - যুব- মহিলাদের স্লোগান দীপ্ত স্লোগানে দীপ্ত মশাল মিছিল এসে পৌঁছায় পানিহাটি এইচ বি টাউনের অবস্থান মঞ্চে। মহিলা, ছাত্র,যুব সংগঠনের জেলা সম্পাদক, সভাপতি সহ জেলার প্রায় সকল নেতৃত্বের উপস্থিতিতে এই অবস্থানে বিশাল জমায়েত হয় বিশেষত মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। গান-কবিতা- আঁকা -কথায় - স্লোগানে প্রতিবাদ সভা সফলভাবে চলে।এই অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন মহিলা সংগঠনের রাজ্য সম্পাদিকা কম,কনিনীকা ঘোষ,যুবর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি ,ছাত্রের রাজ্য সম্পাদক দেবাঞ্জন সহ রাজ্য ও জেলার নেতৃত্ব।