গণধর্ষণের দোষীদের শাস্তি দাবী করে আন্দোলন


মুর্শিদাবাদের সালারে ১৪ বছরের ছাত্রী গণধর্ষণের শিকার। আজ ধর্ষিতা ছাত্রীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে AIDWA নেতৃত্ব। সঙ্গে এস এফ আই ও ডি ওয়াই এফ আই নেতৃত্ব ছিলেন। সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ইতিমধ্যে ২জন গ্রেফতার হয়েছে, সালার থানার ওসি র সঙ্গে দেখা করে ৭২ ঘন্টার মধ্যে বাকি ৩জন দোষীদের গ্রেফতার করতেই হবে এই দাবীতে সোচ্চার হন ছাত্র-যুব-মহিলা সংগঠনের নেতৃত্ব।