গতকাল রাত্রিতে হুগলি জেলার বরা তেলিয়ার মোড়ের এক বেসরকারি নার্সিংহোমে কর্তব্যরত নার্সের উপর নির্মম আক্রমণ করে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। বাবা মার অভিযোগের ভিত্তিতে যা জানা গেছে যে নন্দীগ্রামের মেয়েটি এই নার্সিংহোমে তিন দিন হল কাজ করতে এসেছিল তারপর এই ধরনের ঘটনা ঘটে। নার্সিংহোমের সামনে অবস্থান বিক্ষোভ করে। পরবর্তীকালে বাবা মাকে নিয়ে থানায় অভিযোগ করা হয় এবং অবস্থান বিক্ষোভ চলছে।
SFI-DYFI-AIDWA