বীরভূম জেলার ১৮ তম জেলা সম্মেলন সাঁইথিয়া তে শুরু হল প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভানেত্রী কমরেড জাহানারা খান, রাজ্য সম্পাদিকা কমরেড কনীনিকা ঘোষ, রাজ্য নেত্রী কমরেড সুদীপা ব্যানার্জী, কমরেড পারমিতা সেন এবং অন্যান্যরা। জেলা সম্মেলনে পতাকা উত্তোলন করেন জেলা সভানেত্রী কমরেড শ্যামলী প্রধান। সম্মেলন উদ্বোধন করেন রাজ্য নেত্রী কমরেড সুদীপা ব্যানার্জী।